খনির ডুলির যন্ত্রাংশ ভেঙ্গে মৃত্যু দুই ঠিকাকর্মীর, বিক্ষোভ
আমার কথা, আসানসোল, ২ এপ্রিলঃ
চিনাকুড়ির ১ নং মাইন এর ২ নং চানক তথা কয়লাখনির এক নম্বর পিটে দুর্ঘটনা ঘটে । মঙ্গলবার ওই খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। সেই সময় খনির উপরে ডুলির ওঠা নামার গার্ডার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির ভিতরে পড়ে যায়। অন্য আরও একজন ডুলির মধ্যে পড়ে যায়। একজনকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পাশাপাশি খনির ভেতরে পড়ে যাওয়া অপর ঠিকা শ্রমিককে উদ্ধার করা হয়। যদিও দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কোলিয়ারির শ্রমিকেরা খনি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়। একই সাথে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারদের ক্ষতি পূরণের দাবি জানান। খনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।