দুদিন পরেই মাধ্যমিক, দুর্গাপুরের স্কুলগুলিতে প্রস্তুতি তুঙ্গে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ মার্চঃ
৭ই মার্চ সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।
দুর্গাপুর মহকুমায় এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য ৫০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩২২৫ জন। এর মধ্যে ছাত্র ৬১০০ জন ও ছাত্রী ৭১২৫ জন।
সোমবার মাধ্যামিক পরীক্ষা আর তারই আগে দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। শ্রেণীকক্ষ স্যানিটাইজ করা হয়েছে। টেবিলে টেবিলে নাম্বারিং করা হয়েছে পরীক্ষার্থীদের বসার জন্য। নজরদারির জন্য সিসিটিভি লাগানো হয়েছে।
করোনা গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে আইসোলেশন সেন্টার।