অন্ডালে ধরা পড়ল দুই মহিলা পকেটমার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২১জুনঃ
অন্ডালে দু’জন মহিলা পকেটমার ধরা পড়ায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার, অন্ডাল ট্রাফিক গার্ড ওই দুই মহিলা পকেটমারকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসে। বিপুল সংখ্যক স্থানীয় লোকজন ট্রাফিক থানায় জড়ো হলে কয়েকজন ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করে এবং পকেটমারদের শাস্তি দাবি করে।
স্থানীয় সূত্রে জানা যায় অন্ডাল মোড়ের একটি দোকান থেকে এক মহিলা কিছু জিনিস কিনছিলেন। সন্দেহজনক অবস্থায় কাছাকাছি দাঁড়িয়ে থাকা দুটি মেয়ের মধ্যে একটি তার পার্স থেকে টাকা চুরি করে। মহিলাটি পেরে নিজেই দোকানে হইচই শুরু করে দেন। হট্টগোল শুনে, কাছাকাছি দাঁড়িয়ে থাকা সিভিক কর্মীরা ও মহিলা সিভিক ভলেন্টিয়ার সেখানে পৌঁছে অভিযুক্ত দুই মহিলাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি পাওয়া যায়। অভিযুক্ত দুই মহিলাকে ট্রাফিক থানায় নিয়ে আসা হয়। যেখানে অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে, একজন মহিলা আত্মপক্ষ সমর্থন করে বলেন যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে বিহার থেকে এখানে এসেছেন। তবে তিনি বিহারের কোন জায়গা থেকে এবং কোন ডাক্তারের কাছে এসেছেন তা বলতে পারেননি। মহিলা সিভিক কর্মীদের তদন্তের পর তাদের কাছ থেকে চুরির ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। কঠোর জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার কথা জানায়। ট্রাফিক থানার ইনচার্জ চুরির টাকা ফেরত দেন ওই ভদ্রমহিলাকে।