দুর্গাপুর ইস্পাত কারখানার “গ্যাস লিক” কান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮ ফেব্রুয়ারীঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার বিষাক্ত গ্যাস লিক কান্ডে আরো দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু হল। ঘটনায় একদিকে যেমন উত্তেজনা ছড়ায় কারখানায় তেমনই কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মৃত তিন শ্রমিক হলেন সন্তোষ চৌহান, সিন্টু যাদব ও সজন চৌহান।
জানা গিয়েছে, দূর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দূর্ঘটনা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কারখানার বেসিক অক্সিজেন ফার্নেসে। এই ঘটনায় আটজন ঠিকা কর্মী অসুস্থ হয়ে পড়েন। তারমধ্যে সাতজনকে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। কর্মরত অবস্থায় থাকা শ্রমিকরা জানান কার্বন মনোক্সাইড গ্যাসেই ঠিকা কর্মীরা অসুস্থ হয়ে পড়েন এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনজনের মৃত্যু হয় সিন্টু যাদব,সজন চৌহান ও সন্তোষ চৌহান। যদিও এই দুর্ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিছু জানাতে চাননি। কারখানা সূত্রে জানা গেছে, এদিন সকালে বেসরকারি ঠিকা সংস্থার হয়ে সুপারভাইজার অরুপ মজুমদার সহ সাতজন ঠিকা কর্মী ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে নেমেছিলেন। সেই সময় ফার্নেস থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে। সেই গ্যাসে সাতজনই অসুস্থ হয়ে পড়েন। অন্য কর্মীরা ছুটে আসেন। কি করে এই গ্যাস লিকের দূর্ঘটনা ঘটলো, তা কারখানা কতৃপক্ষ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।