ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা দুই বোনের, একজন বাঁচলেও মারা গেল অপরজন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুনঃ
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম খাসমুন খাতুন(১৪)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রাম সংলগ্ন তিলাবনী ডাঙ্গাল ধাওড়া এলাকায়। এই একই ঘটনায় খাসমুনের সাথে আত্মহত্যার চেষ্টা করে খাসমুনের দিদি নাজমুন খাতুন। যদিও ঘটনাক্রমে সে প্রাণে বেঁচে যায়।
জানা গেছে, ওই দুই বোনের বাবা মকবুল মিঞা পেশায় একজন রিক্সাচালক। উখরায় একটি হিন্দি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণীতে খাসমুন ও নবম শ্রেণীতে পরাসুনা করত নাজমুন। এই দুই বোনের বাবা মকবুল জানান যে আজ বৃহস্পতিবার তিনি সকালে রিক্সা নিয়ে বেরিয়ে যান কাজে। বাড়িতে দুই বোন একাই ছিল। বেলা ১১টা ৩০ নাগাদ তার কাছে খবর আসে যে, দুই বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে যে ঘরের মধ্যে দুই বোন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে প্রতিবেশীরা তড়িঘড়ি তাদের ফাঁস মুক্ত করে। নাজমুন প্রাণে বেঁচে গেলেও মারা যায় খাসমুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।