এটিএম যন্ত্রে কারসাজি করে টাকা লোপাটের অভিযোগে দুর্গাপুরে ধৃত দুই যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ ফেব্রুয়ারীঃ
এটিএম যন্ত্রে কারসাজি করে গ্রাহকদের টাকা লোপাটের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত মুচিপাড়ার হাডকো মোড়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম কাউন্টার থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত দুই যুবক সঞ্জয় নোনিয়া(২৭) ও অমিত নোনিয়া দুজনেই রানীগঞ্জের নিমচা কোলিয়ারী এলাকার বাসিন্দা। বহুদিন ধরেই এই দুই যুবকের বিরুদ্ধে এটিএমে কারসাজি করে টাকা লোপাটের অভিযোগ ছিল পুলিশের কাছে। সোমবার যখন ওই দুই যুবক হাডকোতে এই ধরনের কারসাজি করার জন্য এটিএম কাউন্টারে ঢোকে তখন পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে যন্ত্রপাতিও পাওয়া গেছে। পুলিশী জেরায় অভিযুক্ত দুই যুবক তাদের অপরাধের বিষয় স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সুত্রে খবর। এরা আগে আরো বেশ কয়েকটি অন্যান্য এটিএম কাউন্টারেও এই ধরনের কাজ করেছে বলেও পুলিশ কাছে স্বীকার করেছে। পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আগামীকাল দুর্গাপুর আদালতে ধৃতদের পেশ করা হবে বলে পুলিশের সুত্রে জানা গিয়েছে, যাতে ধৃতদের জেরা করে পুলিশ চুরি করা টাকা উদ্ধার করতে পারে।