দুর্গাপুর স্টেশন থেকে প্রচুর পরিমানে নেশার সিরাপ সহ ধৃত দুই যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮ফেব্রুয়ারীঃ
রেল পুলিশের তৎপরতায় নেশার সিরাপ (ফেনসিডিল) সহ ধরা পড়লো দুই পাচারকারি। মঙ্গলবার দুপুর ২.৩০ নাগাদ দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রচুর পরিমাণে ফেনসিডিল সিরাপ।
মঙ্গলবার রেল পুলিশের তৎপরতায় ধরা পড়ল সাদ্দাম হোসেন ও মান্নান আলী নামে দুই পাচারকারী। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯.৯ লিটার ফেনসিডিল নামে নিষিদ্ধ সিরাপ। দুর্গাপুর স্টেশন এর ৪ নম্বর প্লাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ২.৩০ নাগাদ স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে অভিযান চালায় অন্ডাল রেল পুলিশ। ধরা পড়ে সাদ্দাম হোসেন ও মান্নান আলী নামে দুই পাচারকারি। ধৃত দু’জনই মালদহ জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর। তাদের কাছে থাকা কালো ও বেগুনি রংয়ের দুটি ব্যাগ থেকে ফেনসিডিল সিরাপ এর বোতল উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজই দু’জনকে পেশ করা হয় আসানসোল জেলা দায়রা আদালতে। বিচারক ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।