গ্যামনের মাঠে রাজনৈতিক সভা করা যাবে না, শুভেন্দুর সভা ঘিরে অনিশ্চয়তা
আমার কথা, দুর্গাপুর, ২ আগস্ট:
শুভেন্দু অধিকারীর সভা ঘিরে অনিশ্চয়তা দুর্গাপুরে। বৃহস্পতিবার সভাটি হওয়ার কথা “কল্পতরু” মাঠে। মাঠের অনুমতি এখনো দেয়নি ডিপিএল কর্তৃপক্ষ। তবে ঐ মাঠেই সভা হবে বলে জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিএসপির জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছে সংস্থা। উচ্ছেদের সেই নোটিশ ঘিরে এখন সরগরম দুর্গাপুর। নোটিশ প্রত্যাহারের দাবিতে সরব শাসক ও বিরোধী দুই শিবিরই। দুর্গাপুর পৌরসভা ভোট আসন্ন, ভোটের আগে জনসমর্থন বাড়াতেই উচ্ছেদ ইস্যুতে রাজনৈতিক দলগুলির সুর এখন সপ্তমে। এই আবহে নিজেদের জমি শক্ত করতে আগামীকাল বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জনসভা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ডিপিএল সংস্থার কল্পতরু মাঠে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । সভা করার অনুমতি চেয়ে ডিপিএল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। কিন্তু সভা করার অনুমতি এখনো দেয়নি ডি পি এল কর্তৃপক্ষ বলে অভিযোগ বিজেপির। বুধবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও দলের প্রতিনিধিরা ডিপিএল কর্তৃপক্ষের সাথে মাঠের অনুমতি নিয়ে কথা বলতে যান। কিন্তু কর্তৃপক্ষ হ্যাঁ বা না স্পষ্ট করে কিছু জানায়নি বলে অভিযোগ করেন লক্ষণ বাবু। তবে অনুমতি দিক বা না দিক নির্দিষ্ট জায়গাতেই আগামীকাল সভা হবে সব জানান লক্ষণ বাবু।
ডিপিএল সংস্থার জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান ওই মাঠে পুজো, মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু অন্য কোন (রাজনৈতিক) প্রয়োজনে অনুমতি দেওয়ার নিয়ম নেই। যদিও খোঁজ নিয়ে জানা যায় এই মাঠে অতীতে রাজনৈতিক সভাও হয়েছে। সভা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী, তৃণমূলের দীপক অধিকারী (অভিনেতা দেব), মুকুল রায়ের মতো রাজনৈতিক ব্যক্তিরা। এখন অপেক্ষা আগামীকাল ওই মাঠে শুভেন্দু অধিকারির সভা হয় কি না হয়।