নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কাকা
আমার কথা, পূর্ব বর্ধমান(মেমারি), ৭ ফেব্রুয়ারীঃ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কাকা, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানা রসুলপুর মাঠপাড়া এলাকায়।
এই ঘটনায় গ্রেপ্তার কাকা ঝন্টু মিস্ত্রিকে আজ সোমবার বর্ধমান আদালতে তোলা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল রবিবার নাবালিকার পরিবারের কেউ না থাকা অবস্থায় বাড়িতে ঢুকে কাকা তার ভাইজিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকার মা বাড়িতে আসার পরেই নাবালিকা সমস্ত ঘটনা জানায়। পরে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারম মেমারি থানার পুলিশ তদন্তে নামে রাত্রিবেলায় গ্রেপ্তার করে কাকা ঝন্টু মিস্ত্রিকে। আজ সোমবার অভিযুক্তকে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।