আসানসোলের আক্রান্ত ব্যবসায়ীর বিরুদ্ধে এবার পাল্টা দাদাগিরির অভিযোগ
আমার কথা, আসানসোল, ১ নভেম্বর:
আসানসোলে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনায় নয়া মোড়। এবার পাল্টা কাঠগড়ায় দাঁড় করানো হল খোদ ওই ব্যবসায়ীকে। দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের হল। দীনেশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো, মারধরের অভিযোগ উঠছে। নেপথ্যে জমি বিবাদ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী।
প্রসঙ্গত: আসানসোলে চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের ধারে গত সোমবার দীনেশ গড়াইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসায়ীর গায়ে না লেগে ব্যবসায়ীর গাড়িতে লাগে। গুলি চালানোর ঘটনাটি ঘটনাস্থলের একটি হোটেলে লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। পরের দিন অর্থাৎ গতকাল আসানসোল উত্তর থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে। স্থানীয় পুরপিতা অর্জুন মাজি বলেছিলেন এই ঘটনার পেছনে হাত রয়েছে জমি মাফিয়াদের। অবৈধভাবে তারা জমির দখল নিতে চাইছে আর সেই কারনেই এই গুলি চালানো হয়েছে। এদিকে আবার সোমবার দিনই দীনেশ গড়াই সহ মোট তিনজনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোলেরই বাসিন্দা অরুণ বাউড়ি। তিনি দীনেশ গড়াই, কাজল মন্ডল ও ফটিক গড়াইয়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অরুণ জানান, সোমবার দিন যখন চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের ধারে একটি জমিতে মাপজোকের কাজ চলছিল তখন দীনেশ গড়াই, কাজল মন্ডল ও ফটিক গড়াই সেখানে উপস্থিত হয়ে তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে কাজে বাধা দেয়। তাদের ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এমনকি অরুণরা তা মানতে রাজী না হলে তাকে মারধর করে সাথে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই দীনেশ গড়াই সহ তিনজনের নামে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন অরুণ। তিনি আরো জানান বর্তমানে ওই জমিতে কাজ বন্ধ আছে কারন তিনি দীনেশ গড়াইয়ের ভয়ে কাজে যেতে পারছেন না। এদিকে পুরো অভিযোগ অস্বীকার করেছেন দীনেশ গড়াই।