খোলামুখ খনির কাজ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ, এলাকায় উত্তেজনা
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ নভেম্বর:
আলোচনা না করে প্যাচের কাজ শুরু করাই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা । ভুল বোঝাবুঝি হয়েছিল সমস্যা মিটে গেছে দাবি মালিকপক্ষের প্রতিনিধির । শনিবার সোনপুর বাজারি প্রকল্পের নবগ্রাম সংলগ্ন হাঁসডিয়া প্যাচের ঘটনা ।
খনি সংস্থা ইসিএলের সোনপুর বাজারি প্রকল্পের নবগ্রাম সংলগ্ন হাঁসডিয়া খোলা মুখ খনিতে কয়লা উত্তোলনের দায়িত্ব পেয়েছে সিএমএটি নামে একটি বেসরকারি সংস্থা । ১০-১৫ দিন আগে সংস্থা কয়লা উত্তোলনের জন্য মাটি কাটার কাজ শুরু করতে সেই কাজে বাধা দেয় পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম এলাকার বাসিন্দাদের একাংশ । খনিতে ক্রমাগত ব্লাস্টিং এর কারনে এলাকার ঘরবাড়ির ক্ষতি হচ্ছে । খনি সম্প্রসারণ এর জন্য মাটিকাটা হলেও জমির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না জমির মালিকদের বলে অভিযোগ বাসিন্দাদের । শেখ কারিবুল, শেখ জিয়াউদ্দিন জানান সেই সময় কাজ বন্ধের পর খনি কর্তৃপক্ষের সাথে বৈঠক হয় গ্রামবাসীদের । গ্রামবাসীদের দাবি পূরণ ও তাদের সাথে আলোচনা করেই কাজ শুরু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয় । কিন্তু শুক্রবার গ্রামবাসীদের না জানিয়ে ফের ওই বেসরকারি সংস্থা মাটি কাটার কাজ শুরু করে । খবর পেয়ে ফের গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয় । এরপর বেসরকারি সংস্থার এক আধিকারিক গ্রামবাসীদের একজনকে কাজ বন্ধ করার জন্য ফোনে গালাগালি দেন বলে অভিযোগ । এই খবর চাউর হতেই গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায় । শনিবার সকালে খোলামুখ খনির সমস্ত কাজ বন্ধ করে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেসরকারি সংস্থার কয়েকজন প্রতিনিধি । উত্তেজনা বাড়তে থাকাই সিআইএসএফের পাশাপাশি ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশও । বেসরকারি সংস্থার প্রতিনিধি মির্জা হিড়ি বলেন গ্রামবাসীদের সাথে ছোট ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল । কেউ গালাগালি করেনি, সমস্যা মিটে গেছে বলে দাবি করেন তিনি । বলেন গ্রামবাসীদের সাথে আলোচনা করেই কাজ করা হবে ।