“উৎসর্গ” কর্মসূচীতে কাঁকসার থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৮মেঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসর্গ কর্মসূচি অনুযায়ী শনিবার কাঁকসা থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির এর শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার সুধীর কুমার নীলকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুলিশকর্মীরা ও এলাকার বাসিন্দারা মিলে মোট ৩০ জন রক্ত দাতা রক্ত দান করেন।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন সমাজের প্রতি পুলিশের একটা দায়বদ্ধতা থাকে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রক্তের সংকট মেটাতে পুলিশকর্মীরা এগিয়ে এসেছে। তাই মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় “উৎসর্গ” কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে তরুণ প্রজন্মকে রক্তদানের অতি উৎসাহ বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে।