ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যত কি? দুর্গাপুরে প্রশ্ন তুললেন যমজ দুই বোন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ মার্চঃ
আগামী ভবিষ্যৎ কি হবে? প্রশাসনের সহযোগিতা পেতে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন ইউক্রেন ফেরত দুর্গাপুরের দুই যমজ ডাক্তারি পড়ুয়া।
ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ইউক্রেন দেশ ছেড়ে নিজেদের দেশে ফিরেছেন বহু ডাক্তারি পড়ুয়া। যার মধ্যে রয়েছে দুর্গাপুরের যমজ বোন রুমকি আর ঝুমকি গাঙ্গুলী।
গত কয়েকদিন আগে দেশে ফিরলেও এখন আগামী ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছে তারা। কারণ ইতিমধ্যে বহু ছাত্র-ছাত্রীর সেই দেশে পড়াশোনা মাঝপথে বন্ধ রেখে তাদের বাড়ি ফিরতে হয়। ফলে আগামী দিনে যদি ইউক্রেন দেশে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে গিয়ে আদৌ তারা পড়াশোনা করতে পারবে কি না সেই বিষয়ে সরকারি ভাবে সাহায্যের আরজি জানানোর পাশাপাশি দেশে থাকলেও তারা কি বিষয় নিয়ে আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাবে সেই বিষয়ে সরকার তাদের সহযোগিতা করুক এই দাবি নিয়ে বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে আবেদন জানালেন দুর্গাপুরের দুই যমজ বোন ও বাম ছাত্র সংগঠনের কর্মীরা।