দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানা বিলগ্নীকরন সহ কেন্দ্রের জনবিরোধীর নীতির প্রতিবাদ শ্রমিক সংগঠনগুলির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩সেপ্টেম্বরঃ
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর আহবানে সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হল বুধবার। দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কর্মীসমর্থকরা। এদিন এ আই টি ইউ সি, সি আই টি ইউ, আই এন টি ইউ সি সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের প্রতিবাদ কর্মসূচীতে। রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ ও বিলগ্নীকরণ সহ পর পর একমুখী কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে শ্রম আইন শিথিল করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ট্রেড ইউনিয়নের কর্মীসমর্থকরা। কেন্দ্রীয় সরকারের দুর্নীতিগ্রস্ত কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানান ট্রেড ইউনিয়নের কর্মী-সমর্থকরা।