প্রচুর পরিমান আফিম সহ দুর্গাপুরে এসটিএফ এর জালে যুবক

আমার কথা, দুর্গাপুর, ২১ মার্চ:
বিশাল পরিমান আফিম সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।
এসটিএফ সুত্রে জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা সেখ ইয়ামুদ্দিন একটি চারচাকা গাড়ি করে আফিম পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল, দুর্গাপুরের সিটিসেন্টারে চার্চের কাছে গাড়িটি দাঁড় করিয়ে অপেক্ষা করছিল অপর একজনকে আফিম দেওয়ার জন্য। গোপন সুত্রে খবর পেয়ে এসটিএফ ৫কেজি আফিম সহ হাতে নাতে ধরে। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। ধৃতকে এসটিএফ দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত যুবককে ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন করে আসানসোল জেলা আদালতে তোলা হয়। অভিযুক্ত যুবক ঝাড়খন্ড থেকে আফিম এনে এই রাজ্যে পাচার করতো বলে জানা গিয়েছে।