ত্রিপুরার ঘটনার প্রতিবাদে রাজপথে টায়ার জ্বালিয়ে যুব তৃণমূলের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২২ নভেম্বরঃ
ত্রিপুরা পৌরসভা ভোটের প্রচারে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষের উপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করল যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন অন্ডালের কাজোড়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে হয় এই বিক্ষোভ কর্মসূচি। ফ্লাইওভারের ওপর জ্বালানো হয় টায়ার। অবরোধের কারণে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত জাতীয় সড়কে বন্ধ ছিল যান চলাচল। যার জেরে তৈরি হয় যানজট।
যুব তৃণমূল নেতা মলয় চক্রবর্তী জানান ত্রিপুরার আগরতলায় ভোট প্রচার চলার সময় ও থানার ভিতরে বিজেপির গুন্ডারা নেত্রী সায়নী ঘোষের উপর হামলা করে। সায়নীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার ও হামলাকারী বিজেপির গুন্ডাদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।