কাঁকসায় বাড়িতে বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশীদের মধ্যে মারামারিতে জখম ৪
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা) ২৬নভেম্বরঃ
বাড়ির রাস্তা ও প্রতিবেশী দুই বাড়ির মধ্যে বেড়া দেওয়াকে কেন্র করে রক্তাক্ত অবস্থা হল দুই পরিবারের চারজনের। আহতরা উভয়ই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন একে অপরের বিরুদ্ধে। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, কাঁকসার এগারো মাইলের বাসিন্দা দুর্গা সরকার ও নিমাই মন্ডল পাশাপাশি বাড়িতে বসবাস করেন। বিভিন্ন বিষয়ে এই দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকত। আজ বৃহস্পতিবার দুতি বাড়ির মধ্যে একটি বেড়া ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাঁধে। পরে সেই বচসা মারামারির রূপ নেয়। দুর্গাদেবীর অভিযোগ, মারামারির মাঝেই নিমাই মণ্ডল ও তাঁর মেয়ে দুর্গাদেবী ও তাঁর ছেলেকে দা দিয়ে আঘাত করেন। যদিও বিষয়টি অস্বীকার করেন নিমাইবাবু। তবে নিমাইবাবু বলেন দুর্গাদেবীদের পক্ষ থেকে তাদের প্রথমে লাঠি দিয়ে আঘাত করলে তাদেরই লাঠি নিয়ে পাল্টা দুর্গাদেঈ ও তাঁর ছেলেকে মারেন নিমাইবাবু ও তাঁর মেয়ে। এই ঘটনায় দুপক্ষই জখম হন।