দুদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মীর, দামোদরে নামানো হল ডুবুরী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুলাইঃ
নিখোঁজ হয়ে যাওয়ার পর দুদিন অতিক্রান্ত কিন্তু এখনও খোঁজ মিলল না অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী রাজা ভট্টাচার্য্যের। এদিকে দামোদরের ধার থেকে রাজাবাবুর বাইক উদ্ধার হওয়ায় দামোদরে ডুবুরী নামিয়ে তল্লাশী শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত্য ওই ইস্পাতকর্মীর কোনো হদিশ পাওয়া যায়নি। পাশপাশি দামোদরের যে এলাকা থেকে তাঁর বাইকটি পাওয়া গেছে সেখানকার স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে রাজাবাবুর পরিবারের পক্ষ থেকে।
পরিবার সুত্রে খবর, গত ১২জুলাই ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে মর্নিং সিফটের ডিউটি যাওয়ার নাম করে বের হন ডিএসপি টাউনশিপের বি জোনের তিলক রোডের বাসিন্দা রাজা ভট্টাচার্য্য(৪০)। কিন্তু পরে জানা যায় তিনি ডিউটি যাননি। রাজাবাবুর স্ত্রী তাঁর ফোনে বারংবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি রাজাবাবুর। পরে তাঁরা জানতে পারেন বড়জোড়া থানা এলাকায় দামোদরের ধার থেকে তাঁর বাইকটি পাওয়া গেছে। সেই বাইকের ডিকির ভেতর থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। জানা গেছে রাজাবাবুর দুটি মোবাইল যার একটি মোবাইল ফোন সেদিন তিনি বাড়িতে রেখেই বেরিয়েছিলেন। তাই মোবাইল ফোন ট্র্যাক করে তাঁর অনুসন্ধান চালানোর সম্ভাবনাও নেই। এদিকে দুদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও ওই ব্যাক্তির খোঁজ না মেলায় বেশ উৎকন্ঠার মধ্যে কাটছে তাঁর পরিবারের।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে ঠিক এভাবেই শহর থেকে উধাও হয়ে গেছিলেন ৫৪ ফুট সংলগ্ন একটি বহুতল আবাসনের বাসিন্দা তথা বাঁকুড়ার একটি বনেসরকারী ফেরো অ্যালয় কারখানার জেনারেল ম্যানেজার রাজেশ জৈন। দিন দুয়েক পর সেই ব্যাক্তিকে পুলিশ উদ্ধার করে অন্য জেলা থেকে।