দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আগুন, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বরঃ
আগুন লেগে ভস্মীভূত হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে ফার্মাসী বিভাগে। আপাতত যতক্ষণ সব আবার স্বাভাবিক পর্যায়ে না আসছে ততক্ষণ ওই কাউন্টার থেকে কোনো ওষুধ পাওয়া যাবে না বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে।
জানা গিয়েছে রবিবার গভীর রাতে, দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে ফার্মাসি বিভাগে আচমকাই আগুন লাগে। পরেরদিন সকালে কর্মীরা এসে দেখেন কাউন্টারে সব পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালের পদস্থ আধিকারিকগণ। এই অগ্নিকান্ডের জেরে ফার্মাসি বিভাগের কম্পিউটার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যাবতীয় নথি, জরুরি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। নষ্ট হয়েছে প্রচুর মূল্যবান ওষুধপত্র। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক অনুমান।
আপাতত ওই বিভাগ থেকে কোনো পরিষেবা পাওয়া যাবে না। রোগীরা তাঁদের প্রয়োজনীয় ওষুধ ডিএসপি টাউনশিপের এ-জোন ও বি-জোন স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগ্র করতে পারবেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
সম্প্রতি, হাসপাতালে নানা বিভাগের পাশাপাশি এই বিভাগটিরও সংস্কারের কাজ করা হয়েছিল। প্রতিদিন হাজার হাজার রোগী এই বিভাগ থেকে তাঁদের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন। এই ঘটনার জেরে এখন তাঁরা বেশ সমস্যায় পড়লেন বলে জানান, রোগীদের একাংশ।