দুর্গাপুরে সরকারী বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর আহত এক মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪জানুয়ারীঃ
সরকারী বাসের ধাক্কায় মারাত্মক জখম হলেন এক দুই বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল হাউস বস্তি সংলগ্ন এন আই টির ৭নং গেটের কাছে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাসে ভাংচুর চালায় সাথে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তার উপর এক তো আলো নেই, তার উপর অন্ধকার রাস্তাতেই লাগামহীন ভাবে খুব জোরে সরকারী বাস যাতায়াত করে, যার ফলস্বরূপ এদিনের এই দুর্ঘটনা। তাঁরা এও জানান এর আগেও ওই রাস্তার উপর এভাবেই সরকারী বাসের ধাক্কায় দুজন স্থানীয়র মৃত্যু হয়েছে। তাই বাসের গতিবাগে রাশ টানতে ওই পথের উপর হাম্প বানানোর দাবি জানান তাঁরা। সাথে তাঁরা ওই রাস্তার উপর আলো লাগানোরও দাবি করেন।
প্রতক্ষ্যদররীরা জানান, আজ সোমবার সন্ধ্যে নাগাদ একটি কলকাতা ফেরত সরকারী বাস যাত্রী নামিয়ে ওই রাস্তা ধরে গ্যারেজে যাচ্ছিল। বাসের গতিবেগ বেশ জোরেই ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেই সময় ওই রাস্তা ধরে একই দিকে একটি বাইকে করে একজন পুরুষ ও একজন মহিলা যাছিলেন। সেই সময় বাসটি ওই বাইকটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে বাইক আরোহীদের ধাক্কা মারলে মারাত্মক জখম হন দুজনে। অবস্থা বেগতিক বুঝে বাসের চালক বাস ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রাই জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক অজয় ঘোষ(১৮) নামে একজন বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। অপর মহিলা বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। দুজনেই নব ওয়ারিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।