সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার বেসরকারী হাসপাতালের কর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ মেঃ
নিজেরই মহিলা সহকর্মীকে তারই বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দুর্গাপুরের বি-জোন এলাকার। পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা গিয়েছে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারী হাসপাতালের লন্ড্রি বিভাগে কর্মরত বছর পঁইয়তাল্লিশের ওই মহিলা। ওই একই বিভাগেই কাজ করেন অভিযুক্ত দীনকর কুমার, যার আদি বাড়ি বিহারে। কর্মসুত্রে অভিযুক্ত ব্যাক্তি হাসপাতালের আবাসনেই থাকেন। এপ্রিল মাসের ১৬ তারিখে রাত ৭টা নাগাদ ওই মহিলার বাড়ি যান অভিযুক্ত ব্যাক্তি। সেই সময় বাড়িতে মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি দিন করেক পরে ওই মহিলা তাঁর স্বামীকে জানালে মহিলার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান বিষয়টি। কিন্তু হাসপাতালের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে। এরপর বাই পোস্ট বিষয়টি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার তরফে। চলতি মাসের ৩ তারিখে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত দীনকর কুমারকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার দুদিনের নিজস্ব হেফাজতের আবেদনে আদালতে পেশ করলে আদালত তা মঞ্জুর করে। অপরদিকে হাসপাতালের তরফে পরমহংস মিশ্র জানান পুরো ঘটনা মিথ্যে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা দেখছে।