কৃষক সংগঠনের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়ে পানাগড়ে শিখ সম্প্রদায়ের মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৮নভেম্বরঃ
কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে কিছুদিন ধরে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ আন্দোলন চলছে। সেই আন্দোলনকে আরো ত্বরান্তিত করতে আজ মঙ্গলবার সারা ভারত জুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত্য শান্তিপূর্ণভাবে তাঁরা বনধ পালন করবেন বল জানিয়েছেন। কৃষক সংগঠনের এই বনধকে নৈতিক সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন কাঁকসা ব্লকের পানাগড় বাজারের শিখ সম্প্রদায়ের মানুষজন। কৃষি বিলের প্রতিবাদে কৃষক দের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার সকালে পানাগড় বাজারে গুরুদূয়ারা থেকে একটি মিছিল বের করে। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে ও সারা দেশের কৃষক দের পাশে দাঁড়িয়েছেন এই বিক্ষোভ মিছিল বলে জানিয়েছেন শিখ সম্প্রদায়ের কুলদীপ সিং। তিনি আরো জানান যে, এটি কোনো রাজনৈতিক মিছিল নয় । কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের শুধুমাত্র নৈতিকভাবে সমর্থন জানাতেই এদিনের এই মিছিল।