পানাগড়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২৯অক্টোবরঃ
নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বছর আটেকের ওই নাবালিকা পানাগড় বাজার এলাকায় তার মামারবাড়ি বেড়াতে এসেছিল। অভিযোগ ওই এলাকারই বাসিন্দা কুন্দনপ্রসাদ সাউ(৩০) নামে ওই অভিযুক্ত যুবক তাঁকে একা পেয়ে তার সাথে অভব্য আচরন করে, সাথে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নাবালিকার চেঁচামেচিতে বিষয়টি জানাজানি হয়ে যায়। নাবালিকার পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ বৃহস্পতিবার ওই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।