সালানপুর ব্লক সভাপতির ছেলের দুর্ঘটনায় মৃত্যু
আমার কথা, আসানসোল, ৩০ আগস্ট:
পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মহম্মদ আরমানের কনিষ্ঠ পুত্র ২৮ বছর বয়সী যুবক মহম্মদ শাহনওয়াজ(সঞ্জু)।জানা যায় বুধবার সন্ধ্যে প্রায় ৭ টা নাগাদ রূপনারায়নপুরের দিকে ফেরার পথে আসানসোল চিত্তরঞ্জন সড়কের দেন্দুয়ার রামডি মোড় সংলগ্ন এলাকায় শাহনওয়াজ মোটর সাইকেল দুর্ঘটনার সম্মুখীন হন।তার মাথায় গুরুতর আঘাত লাগে।পুলিশ তাকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহনওয়াজের মৃত্যু ঘোষণা করেন। এদিকে কিভাবে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভবত কোন চার চাকা গাড়ির সাথে শাহনওয়াজের মোটর সাইকেলের সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে সালানপুর থানার পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।ঘটনার খবর পেয়ে সালানপুর ব্লক সহ সভাপতি ভোলা সিং ও তৃর্ণমুল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ যুবনেতা মুকুল উপাধ্যায় সহ তৃর্ণমুল কংগ্রেসের নেতৃত্বরা আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত হন। ঘটনায় এলাকায় শোকের ছায়া।