কালীপুজো কিংবা দীপাবলিতে শব্দবাজি নিয়ন্ত্রণে কড়া ভূমিকা নেবে প্রশাসন, বার্তা জেলাশাসকের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১নভেম্বরঃ
করোনা ভাইরাসের প্রকোপে এ বছর উৎসবের উপর রাখা হয়েছে প্রচুর বিধি নিষেধ। তাই এ বছর কালীপুজো ও দীপাবলির উৎসবে বাজি পোড়ানো বা বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, আর হাইকোর্টের এই নিষেধ যাতে কেউ অমান্য না করে তার জন্য বিশেষভাবে অনুরোধ জানালেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকায় গোপালপুরের নতুন কমিউনিটি হলঘরের উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি। এদিনের অনুষ্ঠান থেকে তিনি আরো বলেন করোনা পরিস্থিতিতে যাতে সবাই সুস্থ থাকেন এবং পরিবেশ দূষণ না হয় তার জন্য দীপাবলির দিন যেন কেউ বাজী না ফাটায়।কালীপুজো কিংবা দীপাবলির এই উৎসবে শব্দবাজি নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রশাসন কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না।
এদিনের অনুষ্ঠানের জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, কাঁকসা বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে সহ অন্যান্য আধিকারিকগন।
“নান্দনিক” নামেএই হল ঘরটি প্রায় ৮২ লক্ষ টাকা ব্যায়ে তৈরী করা হয়। এটি ২৫০টি আসন বিশিষ্ট। এই কমিউনিটি হলের জন্য এলাকার মানুষজন বিভিন্ন ভাবে উপকৃত হবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানান গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দীপ মন্ডল।