চাক্কা জ্যামের আন্দোলনের মধ্যে মন্ত্রীকে আটকে হেনস্থার অভিযোগ বামদের বিরুদ্ধে

আমার কাথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ৬ফেব্রুয়ারীঃ
বামেদের হাতে হেনস্থার অভিযোগ তুলে নিন্দায় সরব হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার কিষান মোর্চার ডাকে সারা ভারত জুড়ে চাক্কা জ্যামের সমর্থনে বর্ধমানের নবাবহাটে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাম সমর্থকরা। এদিকে বুদবুদে একটি নতুন অগ্নি নির্বাপন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন স্বপন দেবনাথ। সেই সময় মন্ত্রীর গাড়ি আটকে পড়ে বামেদের অবরোধের মধ্যে। অভিযোগ, বাম কর্মীরা মন্ত্রীর গাড়িতে লাথি আর ঝান্ডার ডান্ডা দিয়ে আঘাত করে সাথে মন্ত্রীর বিরুদ্ধে চালচোর বলে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। পাশাপাশি ওই অবরোধে আটকে পড়েন দমকল মন্ত্রী সুজিত বসুও।
পরে বুদবুদে ওই অগ্নিনির্বাপন কেন্দ্রের উদ্বোধনের পর বামেদের হাতে মন্ত্রীর হেনস্থার নিন্দা করেন দমকল মন্ত্রী সুজিত বসু ও মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আন্দোলনের নামে পথে নেমে একজন রাজ্যের মন্ত্রীর গাড়ি আটকে তাঁকে হেনস্থা করা কোন রাজনীতি, কোন আন্দোলন? এর আমি তীব্র নিন্দা করছি। যারা নয়া কৃষি আইনের নামে কৃষকদের বিপদের মধ্যে ফেলছে প্রতিবাদ করতে হলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। এই রাজ্যের দুজন মন্ত্রীকে এইভাবে হেনস্থা করার কি মানে হয়। বরং এই নয়া কৃষি আইনের বিরুদ্ধে সবার আগে তো আমরা সোচ্চার হয়েছি। বরং এই আন্দোলন লোকসভা ভোটের আগে করলে তবে বুঝতাম। বামেদের ভোট তো তখন রামেতে গেছিল।
অন্যদিকে এদিন এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী সুজিত বসুও। তিনি বামেদের নিন্দায় সরব হয়ে বলেন যখন হাফ প্যান্টের বয়স ছিল তখন থেকেই আন্দোলন করছি। কিন্তু সাধারন মানুষের অসুবিধা করে আন্দোলন করা মোটেও উচিত নয়। আর আজ বামেরা যে ইস্যুতে আন্দোলন করছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম থেকেই আমরা সেই আইন বাতিলের দাবিতে লড়াই করছি।