উখরায় শ্মশানের বিশ্রামঘর থেকে অজ্ঞাত পরিচয় অসুস্থ কিশোরী উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ৪ডিসেম্বরঃ
শ্মশান সংলগ্ন বিশ্রামঘর থেকে পুলিশ উদ্ধার করল বছর সতেরোর এক কিশোরীকে। শুক্রবার সকালে ওই কিশোরী উদ্ধার হয় বাঁকোলা থেকে নবগ্রাম যাওয়ার রাস্তার পাশে থাকা শ্মশানের বিশ্রামঘর থেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পথচারীরা লক্ষ্য করেন শ্মশানের বিশ্রাম ঘরে কম্বল ঢাকা দিয়ে কেউ শুয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা আউট পোস্টের পুলিশ। দেখা যায় এক কিশোরী চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। এরপর কিশোরীকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য ভর্তি করে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের এক আধিারিক জানান উদ্ধার হওয়া কিশোরি সম্ভবত মানসিক ভারসাম্যহীন । তাছাড়া অপুষ্টির ফলে শারীরিক ভাবে খুবই দুর্বল। কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে, পরিচয় পেলেই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানান উখড়া ফাঁড়ির আইসি লক্ষীনারায়ন দে।