অগ্নিমূল্যের বাজারে ভাড়া কমিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ, অভিযোগে রাজবাঁধে তেল ট্যাংকার মালিকদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ডিসেম্বরঃ
যতক্ষণ না তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ তাঁরা নিজেরা না গাড়ি চালাবেন আর না অন্য কাউকে চালাতে দেবেন এই হুঁশিয়ারী দিয়ে ধর্ণায় বসলেন রাজবাঁধের একটি রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার রাজবাঁধের শাখার তেলের ট্যাংকারের মালিকরা।
তাদের অভিযোগ, ২০১৪ সালে যে টেন্ডার হয়েছিল সেই টেন্দারে তাদের ট্যাংকারের ভাড়া যা নির্ধারিত হয়েছিল তা তাদের মন মতো হয়নি। তবুও তাঁরা কাজের স্বার্থে তা মেনে নিয়ে এতদিন ট্যাংকার চালাচ্ছিলেন। কিন্তু পুনরায় নতুন টেন্ডার হলে তাতে যে ভাড়া নির্ধারন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভাড়া আরো কমিয়ে দেওয়া হয়েছে, এমনকি বরাদ্দ গাড়ির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকে সব গাড়ি তেল লোডিং বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভ চলবে যতক্ষণ না রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা তাদের বিল বাতিল করছে।