কয়লা চুরিতে বাধা, পান্ডবেশ্বরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত পুলিশ ও সিআইএসএফ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৭জুনঃ
কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল পুলিশ ও সিআইএসএফ জওয়ান। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর এরিয়ার সোনপুর বাজারি সিএইচপি-তে।
পাণ্ডবেশ্বর থানার ইসিএল এর সোনপুর বাজারি সিএইচপি-তে সোমবার রাত্রি এগারোটা নাগাদ কয়লা চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। মালগাড়ির ওয়াগান থেকে তারা কয়লা লুট করেছিল বলে পুলিশ সুত্রে জানা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ এর জওয়ানেরা। লুটে বাধা দিতে গেলে মারমুখী হয়ে ওঠে দুষ্কৃতীরা। তারা অতর্কিতে চড়াও হয় জওয়ানদের উপর। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দুষ্কৃতীরা পুলিশের উপরেও চড়াও হয়। দুষ্কৃতীরা ভাঙচুর চালায় পুলিশ ও সিআইএসএফ এর গাড়িতে ঘটনায় জখম হন এক জওয়ান। চিকিৎসার জন্য আহত জওয়ান-কে দ্রুত নিয়ে যাওয়া হয় বহুলার ছোঁড়া রিজিওনাল হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় ইসিএলের কাল্লা হাসপাতালে। তবে বর্তমানে আহত ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ইসিএল সংস্থার পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা।
উল্লেখ্য কয়েকদিন আগেই ইসিএলের বাকোলা কোলিয়ারি-তে এক কয়লা চোরকে বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় সংস্থার এক নিরাপত্তারক্ষী। দুষ্কৃতির মারে ওই নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়। কয়লা চোরেদের হাতে বারবার নিরাপত্তারক্ষীরা আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট খনি এলাকায়।