দুর্গাপুরে আবারও বড় বিপর্যয়, ফের ভাঙ্গল ব্যারেজের লকগেট
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১অক্টোবরঃ
ফের দুর্গাপুর শিল্পাঞ্চলের বুকে নেমো এলো বিপর্যয়। আবারও ভাঙ্গল দুর্গাপুর ব্যারেজের লক গেট। ভরা পুজোর মরশুমে লক্ষ্মীপুজোর পরেরদিনই শনিবার সাত সকালে দামোদরের বুকে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা দেখতে পান বড়জোড়ার দিক থেকে দুর্গাপুরের দিকে আসতে ৩১নং লক গেট দিয়ে হুড়হুড় করে জল বের হচ্ছে। এরপর তাঁরা কাছে গিয়ে দেখেন লকগেটের একটি অংশ ভেঙ্গে সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। এর ফলে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে জল ধুকে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লকগেটের ভাঙ্গা অংশ মেরামতির উদ্যোগ নেওয়া হচ্ছে সেচ দফতরের পক্ষ থেকে।
প্রসঙ্গতঃ ২০১৭ সালের নভেম্বর মাসের শেষের দিকে এই দুর্গাপুর ব্যারেজের ১নং গেটটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ জলশুন্য হয়ে পড়েছিল ব্যারেজ। বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছিল দুর্গাপুর শহর সহ সংলগ্ন এলাকাগুলি। বেশ কিছুদিন ধরে জলের কষ্ট ভোগ করতে হয়েছিল শহরবাসীরদের। আবারও সেই একই পরিস্থিতির সম্মুখীন শিল্পাঞ্চলবাসী।