দুর্গাপুরের আশীষ মার্কেটে পড়ে থাকা মৃত হাঁস মুরগীকে ঘিরে বার্ড ফ্লুর আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১জানুয়ারীঃ
এবার বার্ড ফ্লুর আতঙ্ক ছড়াল শহর দুর্গাপুরে। রবিবার বিকেলে দুর্গাপুরের ১০নং ওয়ার্দের অন্তর্গত আশীষ মার্কেটে কয়েকতি দেশি মুরগী ও হাঁসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যেহেতু ওই মার্কেটে বেশ কয়েকটি হাঁস মুরগী বিক্রিত্র দোকান রয়েছে সেহেতু প্রথমে বিষয়তিতে কেই আমল দেননি। কিন্তু এরপর ফের আজ সোমবার সকালেও যখন দেখা যায় মৃত হাঁস মুরগীগুলো একইভাবে পরে রয়েছে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে।
সৌমেন ভট্টাচার্য, গীতা রায় নামে ব্যবসায়ীদের বক্তব্য যে এখনও করোনার আতঙ্ক কাটেনি, তার মধ্যেই দেশে দেখা দিয়েছে বার্ড ফ্লুর আতঙ্ক। এমতবস্থায় গতকাল বিকেল থেকে এক ভাবে কয়েকতি হাঁস মুরগী মৃত অবস্থায় পরে রয়েছে। এভাবে কোনো হাঁস মুরগীর দেহ পড়ে থাকলে কুকুরে ইতিমধ্যে তা খেয়ে নিতো। কিন্তু কুকুরেও মুখ দেয়নি আর বার্ড ফ্লুতে আক্রান্ত হলে যেমন চেহারা হয় হাঁস মুরগীর ঠিক তেমনই দেখতে লাগছে মৃত ওই হাঁস মুরগী গুলোর। তবে কারা ওখানে ওই মৃত হাঁস মুরগীগুলোকে এনে ফেলে গেল তা কেউ বলতে পারছেন না। সাথে দীর্ঘ সময় ওগুলো পড়ে থাকলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠছে।