দুর্গাপুরে পথে বসে চপ ভেজে, মদের বোতল ভেঙ্গে প্রতিবাদ বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯নভেম্বরঃ
রাস্তার উপর বসে চপ ভেজে সাথে মদের বোতল ভেঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল বিজেপির এনটিএস ৩নং মন্ডলের ভারতীয় জানতা পার্টির যুব মোর্চার কর্মীরা।
এদিনের এই পেওরিবাদের নেত্ব্বিত্ব দেন বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, ২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে রাজ্যে শিল্পের জোয়ার আনবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। উপরিন্তু বহু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দিন দিন বাড়ছে বেকারত্ব। তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলতে গেলে তিনি চপ ভাজার পরামর্স দিচ্ছেন। রাজ্যে এখন কুড়ি টাকায় মদের পাউচ পাওয়া যাছে। ঘরে ঘরে এখন দেশী মদ তৈরী হচ্ছে। তাই এরই প্রতিবাদ জানাতে রবিবার তাঁরা এই প্রতিবাদে সামিল হন।
পাশাপাশি এদিন লক্ষ্মণ ঘোড়ুই রাজ্যবাসীর উদ্দেশ্যে এও বলেন যে, আর ছয় মাস ধৈর্য ধরুন। এরপর বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে বন্ধ কল কারখানা খুলে দেবে। নতুন শিল্প আসবে।
বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের এহেন প্রতিবাদ ও প্রতিশ্রুতির প্রেক্ষিতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখার্জী বলেন, মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি বেকারের চাকরী আর পনেরো লক্ষ টাকা করে দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। আগে সেই কাজটা করে আসুন তারপর এ সমস্ত নাটক না করে কাজটা করুন।