দুর্গাপুরে বিজেপির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ডিসেম্বরঃ
বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বারল শিল্পাঞ্চল দুর্গাপুরে। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের সেকেন্ডারী রোডের মোড়ে বিজেপির টাঙানো একটি ফ্লেক্স ছেঁড়া রয়েছে। দুর্গাপুর পূর্ব ১নং মন্ডল সভাপতি বিকাশ সিংয়ের অভিযোগ, মঙ্গলবার সকালে দেখা যায় আমাদের ব্যানার ছেঁড়া। যা সোনা যাচ্ছে এই ঘটনার পেছনে হাত রয়েছে এই এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব্রঞ্জন নাগ ও তৃনমূল নেতা জয়ন্ত রক্ষিতের। তাদের নেতৃত্বে তৃনমূলের হার্মাদ বাহিনী এই অপকর্মটি করেছে। দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিকাশ সিং আরো বলেন, পুলিশ যদি দুষ্কৃতিদের শাস্তি দিতে না পারে তাহলে আমআদের বলে দিক, আমরা আমাদের মতো করে ব্যবস্থা করব।
অপরদিকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রাক্তন কাউন্সিলর পল্লবরঞ্জন নাগ বলেন, আমরা এসব নোংরা রাজনীতি করি না। রাতের অন্ধকারে বাইরের লোকজন এসে এসব কাজ করে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছে। তবে আমার তরফে ওদের জন্য শুভেচ্ছা রইল। আরো বড় হোক ওদের দলটি, সাথে ওদের শুভ বুদ্ধির উদয় হোক। ওরা সকালে ফ্লেক্স, ব্যানার টাঙ্গাক। আমরা ওদের সাহায্য করব ফ্লেক্স, ব্যানার টাঙাতে।
তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত বলেন, তৃনমূল কংগ্রেসকে এসব নোংরা কাজ করতে হয় না। আমরা সামাজি কাজ করি। করোনার সময় আমরা দুঃস্থদের পাশে দাঁড়িয়েছি, শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মানজ্ঞাপন করেছি। নোংরা কাজ ওদেরই মানায়। তাছাড়া বিষয়টির সম্বন্ধে আমি কিছু জানতামই না। এই শুনলাম এরকম কোনো ঘটনা ঘটেছে।