এবার “দাদার অনুগামী” ব্যানারে দুর্গাপুরে সরকারী হাসপাতালে রক্তদান শিবির, বিতর্ক

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ডিসেম্বরঃ
দুর্গাপুরে খোদ সরকারী হাসপাতালে “দাদার অনুগামী” লেখা ব্যানার ঝুলিয়ে রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিতর্ক তৈরী হল শহর দুর্গাপুরে। উদ্যোক্তাদের তরফে সংগ্রাম মুখার্জী জানান, আগামীকাল মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্মদিন আর সেই উপলক্ষ্যেই আজ সোমবার এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, তবে সরকারী হাসপাতালের দেওয়ালে কি করে “দাদার অনুগামী” লেখা ব্যানার টাঙিয়ে রক্রদান শিবির করে ফেলল তা নিয়ে প্রশ্ন তোলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায়। তিনি বিষয়টি জানতে পেরে যতক্ষনে সেই ব্যানার খুলে ফেলার নির্দেশ দেন, ততক্ষণে শেষ রক্তদাতা সংগ্রাম মুখার্জী রক্তদান করে ফেলেন।
এদিনের রক্তদানের পর সংগ্রাম মুখার্জী বলেন, আমরা সবাই দাদাকে ভালবাসি। দাদা যেভাবে মানুষকে ভালবাসে আর মানুষের জন্য কাজ করেন তাই দাদার জন্মদিন উপলক্ষ্যে এই রক্তদানের আয়োজন করেছি আমরা। সাথে এও বার্তা দেন দেখা হবে লড়াইয়ের মাঠে।
অপরদিকে, তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন, দাদা ভাই বলে তৃনমূলে কেউ নেই। আমরা সবাই মমতা বন্দোপাধ্যায়ের অনুগামী।
এদিনের রক্তদান শিবিরে ৩০জন স্বেচ্ছায় রক্তদান করেন। তবে একটি সরকারী হাসপাতালে কি করে দাদার অনুগামী লেখা ব্যানার টাঙিয়ে রক্তদান শিবির হল সে বিষয়ে হাসপাতাল সুপার ধীমান মন্ডল কিছু বলতে চাননি।
দিন কয়েক আগে দুর্গাপুরে “দাদার অনুগামী” বলে পোস্টার পড়তে দেখা গেছিল। তবে এবার আরো একধাপ এগিয়ে “দাদার অনুগামী” লেখা ব্যানার লাগিয়ে রক্তদান শিবিরের আয়োজন, শিল্পাঞ্চল রাজনীতিতে বেশ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।