কাঁটাবেড়িয়ায় বিদ্যুৎ দপ্তরের বোর্ড লাগানো গাড়ি থেকে উদ্ধার মদের বোতল
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ
বিদ্যুৎ দপ্তরের বোর্ড লাগানো একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হল মদ ভর্তি বোতল, আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো উতপ্ত হল ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত কাঁটাবেড়িয়া এলাকা। যদিও গাড়ির চালক ও প্লাতক গাড়ি ফেলে পালিয়ে যায় এলাকা থেকে। তবে গ্রামবাসীরা ওই মদের বোতলগুলি ভেঙ্গে নষ্ট করে দেয়।
কাঁটাবেড়িয়ার গ্রামবাসীরা জানান যে, প্রায় প্রতিদিনই ওই এলাকা দিয়ে বিদ্যুৎ দপ্তরের বোর্ড লাগানো ওই গাড়িটি যাতায়াত করে। আজ বৃহস্পতিবার যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল তখন গাড়িটিকে দেখে সন্দেহ হওয়া তা আটকে দেয় গ্রামবাসীরা। অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দেয় গাড়ির চালক ও খালাসী। এরপর দেখা যায় গাড়িটির পিছনে মদ রাখা রয়েছে। এরপরেই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে গাড়িটি মদ নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ লকডাউনের কারনে বন্ধ রয়েছে মদের দোকানগুলি। কিন্তু লুকিয়ে লুকিয়ে তিন চার গুন বেশি দামে মদ বিক্রি হচ্ছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। প্রশাসন সব জেনেও নির্বিকার।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফরিদপুর থানার পুলিশ। পুলিশের সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাঁরা ঘটনাস্থলে আবগারী দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের আসার দাবি জানান, সাথে গাড়ির চালক ও খালাসীর গ্রেপ্তারেরও দাবি জানাতে থাকে।