দুর্গাপুরে মলয় ঘটকের উদ্বোধন করা বিবেকানন্দের মূর্তি গঙ্গাজলে ধু্য়ে দিলেন চন্দ্রশেখর

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩জানুয়ারীঃ
ফের মূর্তি বিতর্ক। এবার স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা দানা বাঁধল শহর দুর্গাপুরে। ১২ডিসেম্বর মঙ্গলবার দুর্গাপুরের ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়কের উপর স্বামী বিবেকানন্দের একটি নতুন মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আর আজ বুধবার সেই মূর্তি গঙ্গাজল দিয়ে ধুয়ে দিলেন দুর্গাপুর ৪নং বোরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা নব্য বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।
চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, তিনি যখন বোরো চেয়ারম্যান ছিলেন সেই সময় স্বামী বিবেকানন্দের এই মূর্তি তৈরীর উদ্যোগ নিয়েছিলেন। এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন চন্দ্রশেখর। এদিকে গতকাল ওই মূর্তিটির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। অথচ যার পরিকল্পনায় এই মূর্তি তৈরী হল তাঁকেই কোনোরকম আমন্ত্রনের সৌজন্যতাও দেখানো হল না তৃণমূলের পক্ষ থেকে বলে অভিযোগ চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের।
চন্দ্রশেখর বন্দোপাধ্যায় আরো বলেন যে, স্বামী বিবেকানন্দের মূর্তিটি অপবিত্র হয়ে গেছে, তাই আজ তিনি ও তার অনুগামীরা গঙ্গাজল দিয়ে ধুয়ে মূর্তিটি শুদ্ধ করেন। এরপর মূর্তির পায়ে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ জানান।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন, মূর্তিটি তৃণমূল কংগ্রেসের টাকায় তৈরী হয়েছে। তাই বিজেপি এই বিষয় কি বলল বা না বলল তাতে কিচ্ছু যায় আসে না।