বাজারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অন্ডালে বিডিও দপ্তরে কংগ্রসের ডেপুটেশন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯ডিসেম্বরঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ শাকসবজি ও বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধির বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নিতে বিডিওকে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। বুধবার অন্ডাল ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অন্ডালের বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের অন্ডাল ব্লক সভাপতি রবীন মিশ্র, প্রশান্ত পান্ডা সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা।
লকডাউনের পর শাকসবজি আনাজপাতির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। আলুর দাম পৌঁছেছে ৪২ টাকার উপর। চাল,ডাল, তেল, চিনি সহ অন্যান আনাজপাতির দামও বেড়েছে সাম্প্রতিককালে অনেকটাই। এবার এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে ”বাজারে- বাজারে”- কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস। সেই কর্মসূচিকে সামনে রেখে আজ বুধবার অন্ডাল বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় দলের পক্ষ থেকে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে বলে প্রশান্ত বাবু জানান।