অহিংসা ও সম্প্রীতির বার্তা দিতে অন্ডালে সিপিএমের বাইক মিছিল

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০জানুয়ারীঃ
সম্প্রীতি ও অহিংসার বার্তা নিয়ে বাইক মিছিল করল সিপিএম। দলের দামোদর-অজয় নর্থ এরিয়া কমিটির মিছিলটি সোমবার শুরু হয় খাঁন্দরা ফুটবল মাঠ থেকে। খাঁন্দরা, দক্ষিণখন্ড,ও উখড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় চনচনি কোলিয়ারিতে। দলনেত্রী দেবস্মিতা সরকার জানান আজ ৩০শে জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যা দিবস। তাকে হত্যা করেছিলেন আরএসএস ভক্ত নাথুরাম গডসে। বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার সেই গডসেকে নায়ক আখ্যা দিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও হিংসা ছড়ানোর ভয়ঙ্কর খেলায় মেতেছে। তাই অহিংসা ও সম্প্রীতির বার্তা দিতে আজকের এই মিছিল বলে জানান তিনি।