মরনফাঁদ পানাগড় বাইপাসের সার্ভিস রোড, তবু কর্মে অবিচল কাঁকসা ট্রাফিক পুলিশ কর্মীরা

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ফেব্রুয়ারীঃ
দীর্ঘদিন ধরে বেহাল পানাগড় বাইপাসের সার্ভিস রোড। সব থেকে বেশি বেহাল অবস্থা পানাগড়ের হাসপাতাল মোড় থেকে কাঁকসার মাস্টার পাড়া পর্যন্ত বাইপাসের দুই দিকের সার্ভিস রোড।
অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে বড় বড় গর্ত, যা বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তার সাথে রাস্তার উপরেই পরে আছে ছোট বড় পাথর। ওই রাস্তা দিয়েই নিত্য দিন ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে । যে কোনো সময় নিয়ন্ত্রণ উল্টে যাওয়ার মত অবস্হা থাকে লরি ও বাসের। তারই মধ্যে ওই এলাকায় দুটি আন্ডার পাসে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের ডিউটি করে চলেছেন কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিটার।
হাসপাতাল মোড়ের দুই ধারে দুই জন ও মাস্টার পাড়ার আন্ডার পাশে দুই জন করে সিভিক ভলান্টিয়ার এবং দুজন করে ট্রাফিক পুলিশ নিত্যদিন পরিষেবা দিয়ে চলেছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়াররা বলেন কখনো পাথর ছিটকে দেওয়ালে লাগে,কখনো বা পাস দিয়ে পার হয়ে যায়। কিন্তু এই ভয়ে সরে গেলে পরিষেবা কে দেবে? তাই অগত্যা দাঁড়িয়ে নিজের ডিউটি পালন করতে হচ্ছে তাঁদের।