দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে দুর্গাপুরে শপিং মলের সামনে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮জানুয়ারীঃ
দিল্লিতে কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল দুর্গাপুরেও। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলার শাখার সদস্যরা আজ দুর্গাপুরের বেনাচিতির আম্বানী গ্রুপের একটি শপিং মলের সামনে বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই শম্পিং মলের বেচা কেনা। বিক্ষোভকারীদের দাবি কেন্দ্রের এই নয়া কৃষক বিরোধী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাথে তাঁরা অবশ্য এদিন এও হুঁশিয়ারী দেন যে, এই আন্দোলন এখন লাগাতার চলতে থাকবে।
প্রসঙ্গতঃ কেন্দ্রে নয়া কৃষক আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা সামিল হয়েছেন। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছ এই রাজ্যের তৃনমূল থেকে শুরু করে বাম কংগ্রেস অনেকেই। দিল্লিতে কৃশকদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই এই রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে নানা প্রতিবাদ কর্মসূচী নেওয়াও হয়েছে। সেই সমস্ত কর্মসূচীর মধ্যে আজ একটি দেখা গেল দুর্গাপুরে।