দুর্গাপুরের বিভিন্ন থানার পক্ষ থেকে শিল্পাঞ্চলে আশ্রিত পরিযায়ী শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
বিশ্ব জুড়ে আক্রমণ হেনেছে করোনা ভাইরাস, আর এই ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। মৃত্যু মিছিল শুরু হয়েছে সারা পৃথিবীতে। তাই এই ভাইরাসের সংক্রমন এড়াতে ভারতবর্ষ সহ রাজ্য পশ্চিমবাংলায় চলছে লকডাউন। গত ২২মার্চ থেকে এই দেশে আচমকা লকডাউনের জেরে বহু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে কিংবা ভিন জেলায়। এরকমই প্রায় ৩৫৯ জনের মতো পরিযায়ী শ্রমিক যাদের বেশিরভাগই ভিন রাজ্যের তাঁরা দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকায় আশ্রিত রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবে শুধু খাবার দিয়েই তো দিন যাপন করা সম্ভব নয়, চাই নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যা দিয়ে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবানুমুক্ত রাখার দরকার পরে।
সেই সমস্ত বিষয় মাথায় রেখে আজ দুর্গাপুর থানার পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর ইঞ্জিনিয়ারিং হস্টেল ও আনন্দ বিহারে আশ্রিত ২৯ জন পরিযায়ী শ্রমিকদের মধ্যে টুথপেস্ট, টুথব্রাস, সাবান, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসিপি(পূর্ব) স্বপন দত্ত, দুর্গাপুর থানার আধিকারিক রাজশেখর মুখার্জী। এছাড়াও রঘুনাথপুর, ডিএমসি বস্তি, রেজানগর, প্রেমনগর সহ দুর্গাপুর থানার অন্তর্গত আরো বেশ কিছু এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
অপরদিকে কোকওভেন থানা এলাকায় অবস্থিত শ্রেয়সী হলে আশ্রিত ৮৪ জন পরিযায়ী শ্রমিকদের যাতে সেখানে থাকতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ রেখে আজ কোকওভেন থানার পক্ষ থেকে প্রতি শ্রমিক পিছু একটি করে লুঙ্গি, গামছা, সাবান ছাড়াও বালতি ও মগ দেওয়া হয়।