দুর্গাপুরকে ‘করোনা’র সংক্রমণ থেকে বাঁচাতে ‘স্যানিটাইজার’ স্প্রে করা শুরু হল পুরসভার পক্ষ থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯মার্চঃ
সারা বিশ্ব এখন কাঁপছে করোনা আতঙ্কে। আর এর প্রভাব থেকে বাঁচাতে দেশকে লকডাউন করা হয়েছে। এরই পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে তৎপর সরকার যতরকম পন্থা আছে সেই পন্থা অবলম্বন করছে। এই সব পন্থার মধ্যে একটি হল স্যানিটাইজার স্প্রে করা। অতিমধ্যে কলকাতায় স্যানিটাইজার স্প্রে করে সহরকে সংক্রমণ মুক্ত করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবার শিল্পশহর দুর্গাপুরেও সেই একই পদক্ষেপ নিতে দেখা গেল দুর্গাপুর নগর নিগমকে। আজ অর্থাৎ রবিবার বিকেলে দমকল বিভাগের কর্মীদের সাথে যৌথভাবে এই পদক্ষেপ নিতে দেখা গেল দুর্গাপুর নগর নিগমকে। এদিন বিকেলে দুর্গাপুর স্টেশন বাজারে স্যানিটাইজার স্প্রে করা হয়। এরপর শহরের আরো দুটি বাজারেও স্প্রে করা হবে। বাজারের পর জনবসতি এলাকাগুলিতেও স্প্রে করা হবে বলে পুরসভা সুত্রে জানা গেছে। পাশপাআসি এদিন দমকল বিভাগের কর্মীরাও মাইকিং করে শহরবাসীকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন।