ওভারটেক করতে গিয়ে রাজবাঁধে ডাম্পারের পেছনে স্করপিওর ধাক্কায় আশঙ্কাজনক চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১আগস্টঃ
২নং জাতীয় সড়কের উপর গুরুতর জখম হলেন এক স্করপিও চালক। ঘটনাটি ঘটেছে আজ সকালে কাঁকসা থানার অন্তর্গত রাজবাঁধ এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, কলকাতা থেকে স্করপিও গারিতি ঝারখন্দ যাচ্ছিল। গাড়িতে চালক এলাকাই ছিলেন। রাজবাঁধ এলাকায় রাস্তার ধারে একটি ডাম্পার দাঁড়িয়ে ছিল। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওটি গিয়ে ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে রাজবাঁধেই একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই সড়কে। পরে পুলিশ গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।