কাঁকসায় বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল খড়ের বাড়ি সহ যাবতীয়
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২নভেম্বরঃ
বিধংসী অগ্নিকান্ডের জেরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল একটি খড়ের চালার বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বনকাটি পঞ্চায়েতের বসুধা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই বাড়িটিতে সাতজন সদস্যের পরিবারের বাস। অত্যন্ত দরিদ্র ওই পরিবারের সদস্যরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যের পর আচমকাই আগুন লেগে যায় বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সমস্ত জিনিসপত্র। আসবাবপত্র থেকে শুরু করে, গুরুত্বপূর্ন নথিপত্র এমনকি জামা কাপড় পর্যন্ত্য সব কিছু পুড়ে গেছে। ওই পরিবারের পক্ষ থেকে সদস্যরা জানান যে পরনের পোশাক ছাড়া দ্বিতীয় আর কোনো পোশাকই বেঁচে নেই পরার জন্য। সর্বস্ব হারিয়ে বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন।
দমকল সুত্রে জানা গেছে, প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে রাতের জন্য আপাততঃ ত্রিপলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওই পরিবারের জন্য।