“নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে দিন, পাশে আছি আমরা” দুর্গাপুরবাসীকে পুলিশের বার্তা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর)), ১০ফেব্রুয়ারীঃ
ভোটের নির্ঘন্ট প্রকাশিত না হলেও ভোটের পরিবেশ তৈরী হচ্ছে রাজ্য জুড়ে। এমতবস্থায় ভোট বৈতরনী পার করতে শাসক বিরোধী সমস্ত দলগুলিই জনতা জনার্দনের মন পেতে চাইবেন কখনও নরমে কখনও গরমে অর্থাৎ যেন তেন প্রকারেন। হিংসার পরিবেশ যাতে রাজ্যে তৈরী না হয় তার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ভোটের পরিবেশ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানাতে সাথে “পাশে আছি” এই বার্তা দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনশিপ থানার পক্ষ থেকে পুলিশের একটি দল জেমুয়া গ্রামের বিভিন্ন প্রান্তে টহল দিলো। এই দলে ছিলেন এসিপি(কাঁকসা) অকসত গর্গ, সি আই কৃষ্ণেন্দু বিশ্বাস, নিউউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন সমাদ্দার।
এদিন জেমুয়া গ্রামের বিভিন্ন প্রান্তে রুট মার্চ হয় পাশাপাশি এলাকার মানুষজনকে “নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে দিন” এই বার্তাও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিধানসভা ভোটে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য যে সমস্ত জায়গা স্থির করা হয়েছে তার মধ্যে একটি হল জেমুয়ার ভাদুবালা স্কুল। সেই স্কুলটি পরিদর্শন করে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশের এই পদস্থ আধিকারকরা। ঘুরে দেখেন স্কুলের ক্লাস রুম, খোঁজ নেন স্কুলের পরিকাঠামো দিকের নানা খুঁটিনাটি বিষয় নিয়েও।