সরকারের বরাদ্দ রেশন কম দিচ্ছে ডিলার, অভিযোগে দুর্গাপুরে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১০এপ্রিলঃ
দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গার পর সরকার বরাদ্দ রেশনের থেকে কম পরিমান রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এই অভিযোগে এবার দুর্গাপুরের আররা কালীনগরের সিধু কানহু ময়দানের কাছে আজ শুক্রবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিন মলানদিঘীর পঞ্চায়েত সদস্য ফেলারাম ফোস্বামীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই ক্ষুব্ধ গ্রামবাসীরা।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্যে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউনের জেরে চরম খাদ্য সমস্যায় পড়েছেন গরীব মানুষজন। তাই তাদের কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ১লা এপ্রিল থেকে প্রতিটি রেশন দোকানের মাধ্যমে নির্দিষ্ট পরিমানে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই রেশনের বিলি বন্টন নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় দুর্নীতি বা অসঙ্গতির অভিযোগ উঠছে। এরকমই অভিযোগ তুলে এদিন কালীনগর এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ তাঁরা যতটা পরিমান রেশন থেকে খাদ্য সামগ্রী পাচ্ছেন তা সরকারের বরাদ্দ রেশন সামগ্রী থেকে অনেক কম। এবিষয়ে ফেলারাম গোস্বামী জানান যে, রেশন দোকান থেকে গ্রাহকদের জন্য সরকার নির্ধারিত যে পরিমান রেশন সামগ্রী দেওয়া হচ্ছে তা নাকি কম আর তাতে সংসার চলছে না। তাই পরিমান আরো বাড়াতে হবে। এছাড়াও অনেকে রেশনের কুপনও পাননি। এরকম আরো বেশ কিছু বিষয় নিয়ে ওই এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছে।
প্রায় ঘন্টা দুয়েক ধরে ফেলারামবাবুর বাড়ি ঘেরাও করে রাখেন ওই বিক্ষুব্ধ মানুষজন। পুলিশে খবর দিলে তারাও দেরীতে আসে বলে অভিযোগ ওঠে। শেষে ফেলারামবাবু নিজেই গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।