পান্ডবেশ্বরে অর্গানিক ফিশ ফার্মিং এ উৎসাহ বাড়াতে ICAR CIFA – র ডিরেক্টর পরিদর্শন
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫জানুয়ারীঃ
পান্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় এক মাছ চাষীর পুকুর পরিদর্শনে ICAR CIFA – র ডিরেক্টর ডক্টর সরোজ কুমার সাঁই ও তার সাথে ছিলেন তারই দপ্তরের অন্য বৈজ্ঞানিকরা। মাছ চাষের সাথে সাথে তারা এলাকার মাছ চাষীদের সাথেও কথা বলেন। CIFA এর কল্যাণী শাখার প্রধান বৈজ্ঞানিক ডঃ পার্থ প্রতিম চক্রবর্তী এলাকার মাছ চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে জৈব সার ও মাছের জন্য জৈব খাবার ব্যবহার করে কম সময়ে বেশি পরিমাণে মাছ চাষ করা যায় সেই সব বিষয় চাষীদের কাছে তুলে ধরেন। এছাড়াও এই এলাকায় পাবদা মাছ চাষের একটা সম্ভাবনা আছে বলেও জানান তিনি, তাই এলাকার চাষীদের পাবদা মাছ চাষে পরামর্শ দেন, কারণ বাজারে পাবদা মাছের দাম বেশি, তাই লাভের সম্ভবনা বেশি এই মাছ চাষে। পাবদা ছাড়াও জয়ন্তী রুই নামে এক উন্নত ধরনের রুই চাষের কথাও বলেন তিনি। তাছাড়াও উন্নত প্রজাতির কাতলা, চিংড়ি প্রভৃতি তো রয়েইছে।
এলাকার মাছ চাষী তন্ময় ব্যানার্জি ও রিঙ্কু ব্যানার্জি অর্গানিক পদ্ধতিতে আধুনিক উপায়ে মাছ চাষ করে দৃষ্টান্ত রেখেছেন অন্যান্য চাষীদের কাছে। তন্ময়বাবুরা কম সময়ে তাদের পুকুরে চাষ করেন পাবদা,উন্নত মানের রুই ও কাতলা। এটা দেখে স্বাভাতই খুশি CAR CIFA এরর ডিরেক্টর ও তার সঙ্গে আসা বৈজ্ঞানিকরা। তারা বলেন এই পুকুরগুলোতে যদি ঝিনুক পাওয়া যায় তাহলে মাছ চাষের সাথে সাথে মুক্তা চাষ ও লাভজনক হতে পারে। ICAR CIFA এর তরফে সমস্ত রকম সাহায্য করা হবে চাষীদের মাছ চাষে উৎসাহিত করতে এমনটাই জানান ICAR CIFA এর ডিরেক্টর ডঃ সরোজ কুমার সাঁই। তিনি এও জানান, তাঁর এই ধরণের পরিদর্শন পশ্চিম বর্ধমান জেলায় এখানেই প্রথম।