দুর্গাপুরে বন্ধ কারখানায় রান্নাবান্না করে খেয়েদেয়ে নিশ্চিন্তে ডাকাতি করল দুষ্কৃতিরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জানুয়ারীঃ
কারখানার নিরাপত্তারক্ষী ও গানম্যানদের মাথায় বন্দুক তাক করে দুঃসাহসিক ডাকাতি আর ডাকাতির পরে সেখানেই রান্না বান্না, তারপরে খাওয়া-দাওয়া করে চম্পট দিলো ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত মুচিপাড়া সংলগ্ন বন্ধ হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার ভিতরে ডিপিএলের সাব স্টেশনে (W.B.S.E.T.C.L)।
প্রতক্ষ্যদর্শীরা জানান রবিবার গভীর রাতে প্রায় ২৫-৩০ জন দুষ্কতি ওই কারখানায় হানা দেয় ডাকাতির উদ্দেশ্য। উপস্থিত তিনজন নিরাপত্তারক্ষীকে মারধর করে তাদেরই বন্দুক নিয়ে তাদের দিকে তাক করে একটি ঘরে বন্ধ করে দেয় বলে অভিযোগ নিরাপত্তারক্ষীদের। এরপর রাত্রি ১২ টা থেকে প্রায় ভোর ৪টে পর্যন্ত চলে তাণ্ডব। এরই মধ্যে নিরাপত্তা রক্ষীদের জন্য রাখা খাবার সেখানে রান্না করে খাওয়া – দাওয়া করে কারখানার ভেতরের প্রচুর জিনিসপত্র গাড়িতে করে নিয়ে চম্পট দেয় ডাকাতের দল।
এদিকে এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ চালায় নিরাপত্তারক্ষীসহ সংগঠনের কর্মীরা। নিরাপত্তারক্ষীরা জানান, প্রাণের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হয়। গত ৬ মাস আগেও এখানে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ তারপর থেকে সাময়িকভাবে কয়েক দিন টহল দিয়েছে তার পরে তাও বন্ধ হয়ে যায়।
কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে একটি বাইক উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে।