দুর্গাপুরে বেপরোয়া তেলের ট্যাংকারের ধাক্কায় আশঙ্কাজনক যুবক, অবরোধ স্থানীয়দের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ডিসেম্বরঃ
বেপরোয়া একটি তেলের ট্যাংকারের ধাক্কায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হল বছর একুশের এক যুবক আর ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্গাপুরের সগড়ভাঙ্গার মুসলিম পাড়ার বাসিন্দা সেখ রফিক বুধবার সন্ধ্যায় তাঁর মায়ের সাথে বিডিও মোড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যে মুহূর্তে রাস্তা পেরোতে যাচ্ছিলেন সেই মুহূর্তে একটি তেলের ট্যাংকার দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই যুবককে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ট্যাংকারের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পরে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সাথে উত্তেজিত জনতা বিডিও মোড়ে পথ অবরোধ করে দেন। তাদের অভিযোগ, ব্যস্ততম এই রাস্তায় সেভাবে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। যদিও বা কখনও কেউ ডিউটিতে থাকে তো রাত হলেই তাঁরা ডিউটি ছেড়ে চলে যায়, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যায় চালকরা। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। তাদের দাবি সিসিটিভি ফুটেজ দেখে ওই ঘাতক তেলের ট্যাংকারটিকে ধরুক আর তাঁর থেকে ক্ষতিপূরণ আদায় করুক। পরে পুলিশ ক্ষতিপূরণের আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। প্রসঙ্গতঃ দুর্ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ই ঘাতক তেলের ট্যাংকারটি। প্রায় আধ ঘন্টা ধরে চলতে থাকে এই অবরোধ যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম ওই সড়কে।