দুর্গাপুরে কারখানার গেট আটকে তৃণমুলের বিক্ষোভ, অনুমোদনহীন আন্দোলন বললেন বিশ্বনাথ পাড়িয়ালের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬জানুয়ারীঃ
স্থানীয়দের চাকরীর দাবি নিয়ে কারখানার গেট আটকে তৃণমূল কংগ্রেসের একাংশের আন্দোলনকে জঙ্গি আন্দোলন আখ্যা দিয়ে সেই আন্দোলনকে অবৈধ ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঠনের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। স্বাভাবিকভাবে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে আর তা নিয়ে নিন্দায় সরব হল বিজেপি।
দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারী কারখানায় স্থানীয়দের চাকরি দিতে হবে, সাথে আরো বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হন ৩৮নং ওয়ার্ডের পুরপিতা আলো সাঁতরা ও ওই ওয়ার্ডেরই প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী। তাঁরা বুধবার কারখানার গেট আটকে দিয়ে আইএনটিটিইউসির দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের জেরে কারখানায় না কোনো শ্রমিক ঢুকতে পারেন আর না কোনো শ্রমিক বের হতে পারেন। এরপর কারখানা কর্তৃপক্ষ বিষয়গুলি বিবেচনা করে দেখার জন্য সাতদিনের সময় চেয়ে নিলে বিক্ষোভ দেখানো বন্ধ করেন প্রতিবাদীরা। যদিও এই আন্দোলনকে একদমই সমর্থন করেননি জেলা আইএনটিটিইউসি সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তিনি জানান এভাবে আন্দোলনের বিরুদ্ধে তিনি। তাছাড়া এই বিষয়ে তাঁর কাছে কোনো খবরও ছিল না। তিনি এই আন্দোলনকে অনুমোদনহীন আন্দোলন বলে অবৈধ ঘোষণা করেন।
এদিকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, এদিনের ঘটনা থেকে এটা পরিষ্কার তৃণমূল দলটিতে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই।